
আর্জেন্টিনা পরের বিশ্বকাপের গল্পটা শুরু করতে যাচ্ছে আলজেরিয়ার সাথে। আলবিসেলেস্তেরা কখনও আলজেরিয়ার সাথে খেলেছে বলে মনে পড়ে না। সার্চ করেই বোঝা গেল একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, আঠারো বছর আগের সেই ম্যাচটা জিতেছিল ৪-৩ গোলে।
দলের খেলোয়াড়দের তালিকার দিকে তাকালেই সেই সময়ের দলটার শক্তিমত্তা বোঝা যায়। যেই দলে জেনেত্তি, তেভেজ, গাগোদের মত খেলোয়াড়রা থাকে তাদেরকে দুর্বল কিভাবে বলি। দলের আঠারো নাম্বার জার্সি পরা এক তরুণের দুই গোল সেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছিল। ফ্যানদের সবাই নিশ্চয়ই চাইবে আসছে জুনে তরুণ থেকে এখন তিন বাচ্চার বাপ লোকটাই আবারো দুই গোল করে ম্যাচ জেতাক! লম্বা চুলের মেসি আর আর্জেন্টিনার সাথে আলজেরিয়ার ফুটবল ইতিহাস এতোটুকুই। আরেকটা মজার তথ্য হচ্ছে সেই ফ্রেন্ডলি ম্যাচটা আর কোথাও না, হয়েছিল ক্যাম্প ন্যুতে- মেসির ঘরে!
Leave a comment